এছাড়াও এ প্রযুক্তির মাধ্যমে নগর পরিকল্পনার কাজ করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পরিবেশে বাস্তবে নয় ত্রিমাত্রিক গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে নগরের সকল কার্যক্রম যেমন - মৌলিক সুবিধা, ইন্টারনেট সুবিধা, বর্জ্য অপসারণ, নিরাপদ পানি, যাতায়াতের জন্য ট্রাফিক সিগন্যাল, জরুরি চিকিৎসা সেবা, ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন নাগরিক সেবা ইত্যাদিতে অভিজ্ঞতা অর্জন করা যায়। ফলে যেকোনাে মানুষ কোনাে প্রকার শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়ায় উন্নত নগর তৈরির অভিজ্ঞতা পাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যেকোনাে দৃশ্য দেখা ও শােনা যায়। হাতের সাথে সংযুক্ত গ্লোবস দ্বারা প্রয়ােজনীয় কোনাে কমান্ড বা নির্দেশ দেওয়া হয় এবং সঙ্গে প্রয়ােজনীয় দৃশ্যের অবতারণা এবং কোনাে নির্দিষ্ট কাজের নির্দেশ বাস্তবায়ন করে ব্যবহারকারীকে অনুভবের এক অন্য পৃথিবীতে নিয়ে যায়।
ভার্চুয়াল রিয়েলিটি
- বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনা—ভার্চুয়াল রিয়েলিটি।
- ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের প্রথম সচেতনতা সৃষ্টি হয় —আশির দশকে।
- সিনেমা তৈরির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করতে ব্যবহার করা হয় —ভার্চুয়াল রিয়েলিটি
- কম্পিউটার প্রযুক্তি সিমুলেশন তত্ত্বের ওপর —ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত।
- সার্জিক্যাল প্রশিক্ষণে ব্যবহার করা হয়—কম্পিউটার সিমুলেশন।
- ‘এমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপরােস্কোপিক' – সার্জিক্যাল প্রশিক্ষণ।
- ভার্চুয়াল রিয়েলিটির ফলে সমাজে বৃদ্ধি পাচ্ছে—মনুষ্যত্বহীনতা।
- ভার্চুয়াল রিয়েলিটির প্রথম সঠিক প্রয়ােগ ঘটান—মর্টন এল হেলিগ।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম হলাে—নাসা।
- বিমান চালকদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়—ফ্লাইট সিমুলেশন।
প্রশ্ন ও উত্তর
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী?
ক) হাইপার রিয়েলিটি
খ) ভার্চুয়াল ইনভায়রনমেন্ট
গ) কম্পিউটার সিমুলেশন
ঘ) ভার্চুয়াল অবজেক্ট
ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি?
ক) তথ্য আদান-প্রদান
খ) বাস্তব জগতে বিচরণ
গ) দ্বিমাত্রিক জগতে প্রবেশ
ঘ) কাল্পনিক জগতে বিচরণ
উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধাদি ক্রেতার কাছে উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় কোনটি?
ক) ভার্চুয়াল রিয়েলিটি
খ) ন্যানােটেকনােলজি
গ)বায়ােইনফরমেটিক্স
ঘ) বায়ােটেকনােলজির
Simulation-এর প্রয়ােগ ক্ষেত্র কোনটি?
ক) ক্রায়ােসার্জারির
খ) বায়ােমেট্রিক্স
গ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম পরিবেশ ব্যবস্থা সৃষ্টি করা হয় কোন পদ্ধতিতে?
ক) একমাত্রিক সিমুলেশন
খ) দ্বিমাত্রিক সিমুলেশন
গ) ত্রিমাত্রিক সিমুলেশন
ঘ) চতুর্থমাত্রিক সিমুলেশন
কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
ক) মরগান তত্ত্ব
খ) সিমুলেশন তত্ত্ব
গ) কম্পিউটার তত্ত্ব
ঘ) ভার্চুয়াল তত্ত্ব
বায়ােমেট্রিক্স পদ্ধতিতে বিভিন্ন ইমেজ শনাক্ত করতে ব্যবহৃত হয় কোনটি?
ক) ভার্চুয়াল রিয়েলিটি
খ) ন্যানাে প্রযুক্তি
গ ) বায়ােইনফরমেটিক্স
ঘ) স্ক্যানার
হাইপার রিয়েলিটি ব্যবহৃত হয়–
১. বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, প্রয়ােগবিধি ও কার্যপদ্ধতিতে
২. ব্যবসায়িক পরিবেশ ও উৎপাদন ব্যবস্থায় ভার্চুয়াল ভ্রমণে
৩. আক্রান্ত টিস্যুকে ধ্বংস করতে
নিচের কোনটি সঠিক?
ক) ১ ও ২
খ) ১ ও ৩
গ) ২ ও ৩
ঘ) ১, ২ ও ৩