তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে?

Shimul Hossain
0

তড়িৎ বিশ্লেষণের সময় একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণে 1.0 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে যত গ্রাম পদার্থ তড়িতদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে ঐ পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হলো গ্রাম প্রতি কুলম্ব (gCoul-1)।

ব্যাখ্যা:
HCl দ্রবণে 1.0F বা 96500C তড়িৎ প্রবাহিত করলে 1.008 g H2 ক্যাথোডে বিমুক্ত হয়।
 1.0C তড়িৎ চার্জ প্রবাহিত করলে 1.008/96500 = 0.0000104g H2 ক্যাথোডে বিমুক্ত হয়।
 হাইড্রোজেনের (H) তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক = 0.0000104g Coul-1

Post a Comment

0Comments
Post a Comment (0)