নিউক্লিওটাইড (Nucleotide) কাকে বলে? নিউক্লিওটাইডের কাজ কি?

Shimul Hossain
0

নাইট্রোজেন বেস, পেন্টোজ শ্যুগার এবং ফসফেট দ্বারা গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে। অর্থাৎ, এক অণু নাইট্রোজেন ঘটিত বেস, এক অণু পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এবং এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে যে অণু তৈরি হয় তাকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিক এসিডের গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড।

নিউক্লিওটাইডের কাজ
নিউক্লিওটাইডের কাজ নিচে দেয়া হলো:

  • নিউক্লিওটাইড নিউক্লিক এসিডের মনোমার হিসেবে কাজ করে। এটি বংশগতির বৈশিষ্ট্য বহন করে।
  • নিউক্লিওটাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় বাহক হিসেবে কাজ করে।
  • এটি কোএনজাইম হিসেবে কাজ করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)