ডিএনএ (DNA) ও আরএনএ (RNA) এর মধ্যে পার্থক্য কি?

Shimul Hossain
0
নিম্নে এদের পার্থক্য দেওয়া হলো–
ডিএনএ (DNA)
১। ভৌত গঠনঃ দ্বিসূত্রক, ঘুরানাে সিঁড়ির মতাে।
২। রাসায়নিক গঠনঃ i. এতে থাকে ডিঅক্সিরাইবােজ শ্যুগার, ii. DNA-এর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকে।
৩। প্রকারঃ DNA-অণুর কোনাে প্রকারভেদ নেই।
৪। উৎপত্তিঃ অনুলিপনের মাধ্যমে নতুন DNA সৃষ্টি হয়।
৫। অবস্থানঃ প্রধানত ক্রোমােসােমে থাকে। তবে কখনাে কখনাে মাইটোকন্ডিয়া ও ক্লোরােপ্লাস্টে অবস্থান করে।
৬। প্রধান কাজঃ বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

আরএনএ (RNA)
১। ভৌত গঠনঃ একসূত্রক, শিকলের ন্যায়।
২। রাসায়নিক গঠনঃ i. এতে থাকে রাইবােজ শ্যুগার। ii. RNA-এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে।
৩। প্রকারঃ কার্যগত দিক হতে RNA পাঁচ প্রকার। যথা- tRNA, rRNA, mRNA, gRNA এবং মাইনর RNA।
৪। উৎপত্তিঃ নতুনভাবে RNA সৃষ্টি হয়। কোনাে অনুলিপন হয় না।
৫। অবস্থানঃ ক্রোমােসােম, সাইটোপ্লাজম, রাইবােজোম ও নিউক্লিওলাসে থাকে।
৬। প্রধান কাজঃ প্রােটিন সংশ্লেষণ করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)