আয়রন (Fe) 79-89%, ম্যাঙ্গানিজ (Mn) 5-15% ও কার্বনের (C) 6% সংকরকে স্পাইজেল বলে।
স্পাইজেলের ব্যবহার
ম্যাঙ্গানিজ ও কার্বন, আয়রনের মধ্যে উপস্থিত FeO কে বিজারিত করে মুক্ত আয়রন তৈরি করে।
ম্যাঙ্গানিজ ও কার্বন, ইস্পাতকে শক্ত ও মজবুত করে।
ম্যাঙ্গানিজ ইস্পাতের ভারবহন ক্ষমতা বৃদ্ধি করে।
ম্যাঙ্গানিজ লৌহের মধ্যে উপস্থিত অপদ্রব্য S ও MnS ধাতুমলে পরিণত করে।
ইস্পাত তৈরিতে স্পাইজেল ব্যবহৃত হয়।
স্পাইজেল কাকে বলে? স্পাইজেল এর ব্যবহার
January 17, 20210 minute read
0
Tags