শৈবাল হলো ক্লোরোফিল বিশিষ্ট শাখান্বিত বা অশাখ, এককোষী বা বহুকোষী এক প্রকার সমাঙ্গদেহী উদ্ভিদ।
শৈবালের উপকারিতা ও অপকারিতা
শৈবালের উপকারিতা : আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। এছাড়া মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
শৈবালের অপকারিতা : এক ধরনের শৈবাল চা-পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে এবং জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যায়।
Niec🤡🤡👻👻👹👺💩
ReplyDelete