তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় শিলা বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন– কয়লা, কোয়ার্টজ, মার্বেল, গ্রাফাইট ইত্যাদি।
রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য
- রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে।
- রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন।
- এ শিলা অত্যধিক কঠিন বলে সহজে ক্ষয় হয় না।