রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি?

Shimul Hossain
0
তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় শিলা বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন– কয়লা, কোয়ার্টজ, মার্বেল, গ্রাফাইট ইত্যাদি।

রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য
  1. রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে।
  2. রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন।
  3. এ শিলা অত্যধিক কঠিন বলে সহজে ক্ষয় হয় না।

Post a Comment

0Comments
Post a Comment (0)