এনকোডার (Encoder) কি?

Shimul Hossain
0

এনকোডার এক ধরনের সমবায় ডিজিটাল বর্তনী যার কাজ হল ব্যবহারকারীর ভাষাকে কম্পিউটারের বােধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করা। এনকোডারে 2n ইনপুট থেকে nটি আউটপুট পাওয়া যায়। এনকোডার যেকোন আলফানিউমেরিক ও নিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক, বিসিডি ইত্যাদি কোডে পরিণত করে। ইনপুট ব্যবস্থায় কীবাের্ডের সাথে এনকোডার যুক্ত থাকে। আবার মাইক্রোপ্রসেসরের ইন্টায়ান্ট রিকোয়েস্ট বা "IRO" কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহার করা হয়। আবার রােবটিক্সে রােবট কন্ট্রোল করার ক্ষেত্রে তার পজিশনাল অগ্রগণ্যতা নির্ণয়ের জন্যও এটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কোডিং সিস্টেমকে বাইনারিতে পরিণত করার জন্য এটি ব্যবহৃত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)