এটিএম (ATM) কি?
March 06, 2021
0
এটিএম (ATM) এর পূর্ণরূপ হলো Automated Teller Machine। এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোন সময় অর্থ জমা, উইথড্র ও ট্রান্সফার করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড প্রদান করে। কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যেকোন দিন যেকোন সময় ব্যাংক হতে টাকা উত্তোলন, জমা বা ট্রান্সফার করা যায়। তবে বাংলাদেশে সকল ATM বুথে টাকা উইথড্র সুবিধা থাকলেও শুধুমাত্র কতিপয় বুথে টাকা জমা দেওয়ার সুবিধা আছে।
Tags