ব্যবসায়িক ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন সংগ্রহ, প্রক্রিয়াজাত ও সরবরাহ করে থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের পরিবেশের ইনফরমেশন এ সিস্টেমে গৃহীত হয়। যেমন- ক্রেতা, সরবরাহকারী, আর্থিক বিভিন্ন লেনদেন অর্থাৎ হিসাববিজ্ঞান (Accounts), সহযােগী বা অধিনস্ত বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিযােগি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য (Competitor), রীতি-নীতি (Culture), জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ (National and International Concern) যা প্রতিষ্ঠানের জন্য দরকার ইত্যাদি সম্পর্কিত বিষয়াবলি এ সিস্টেমে থাকে। ইনফরমেশন সিস্টেমের সহজাত যে কাজ তা হলাে ইনপুট, প্রসেসিং ও আউটপুট। এ ক্ষেত্রে উপরােল্লিখিত বিভিন্ন বিষয়ে । ইনপুট নিয়ে ইনফরমেশন সিস্টেম প্রক্রিয়াজাত করার পর আউটপুট দিয়ে থাকে। ইনফরমেশন সিসেস্টমের বিশেষায়িত বিভিন্ন টুল এক্ষেত্রে প্রতিষ্ঠানকে সহায়তা করে।