জিপিএস (GPS) এর পূর্ণরূপ কি? জিপিএস কাকে বলে? জিপিএস এর ব্যবহার

Shimul Hossain
0

GPS এর পূর্ণরূপ হলো Global Positioning System। পৃথিবীর কোনো জায়গার লোকেশন সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে জিপিএস (GPS) বলে। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক কমিউনিকেশন ব্যবস্থা। মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো GPS। জিপিএস দিয়ে কোন একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘীমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়। GPS ট্র্যাকার প্রযুক্তি ব্যবহার করে চুরি হয়ে যাওয়া গাড়ি, জাহাজ, বিমান, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির লোকেশন খুব ভালোভাবে জানা যায়।


জিপিএস এর ব্যবহার

জিপিএস পদ্ধতি ব্যবহার করে যেকোনো ধরনের আবহাওয়াতে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে জানা যায়। এই সুবিধার ফলে জিপিএস (GPS) অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন–

  • তথ্য সংগ্রহের কাজে : জিপিএস (GPS) ব্যবহার করে পৃথিবীর অনেক দুর্গম জায়গার ছবি তোলে সেই জায়গা সম্পর্কে ভৌগোলিক ও আবহাওয়া সংক্রান্ত তথ্য জানা যায়। বর্তমানে যে গুগল ম্যাপ ও গুগল আর্থ অ্যাপ ব্যবহার করা হয় তা জিপিএস (GPS) এর কল্যাণে সম্ভব হয়েছে।
  • নজরদারি করার কাজে : কোনো ব্যক্তি বা বস্তুর সার্বক্ষণিক নজরদারি করার কাজে জিপিএস (GPS) ব্যবহার করা যায়। লাইফ ৩৬০ (Life 360) নামের অ্যাপ ব্যবহার করে এ কাজ সহজে করা যায়।
  • আইসোনক্রোনাস ট্রান্সমিশনে জিপিএস ব্যবহার করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)