রেডক্স বিক্রিয়া কাকে বলে? বদহজমে প্রশমন বিক্রিয়া কেন দরকার?

Shimul Hossain
0
ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। জারণ ও বিজারণ বিক্রিয়াকে একসাথে রেডক্স বিক্রিয়া বলে।


বদহজমে প্রশমন বিক্রিয়া কেন দরকার?
হজমের সময় অর্ন্তগাত্র থেকে বিভিন্ন এনজাইম এবং হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়। নিঃসৃত এসিডের কারণে পাকস্থলির ভেতরের অম্লীয় বা এসিডিক পরিবেশ সৃষ্টি হয়। অতিরিক্ত এসিড নিঃসৃত হলে তা অস্বস্তিকর অবস্থা বা বদহজমের অবস্থা সৃষ্টি করে। এজন্য অতিরিক্ত অম্লীয় অবস্থা প্রশমনে ওষুধ হিসেবে বা অন্য প্রক্রিয়ায় ক্ষারীয় কোন যৌগ প্রয়োগ করে অম্লকে প্রশমিত করতে হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)