জারণ বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয় সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে।
বিজারণ বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোন যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোন তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয় সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে।