উৎপাদক কাকে বলে? ছত্রাক এক ধরনের বিয়োজক– ব্যাখ্যা কর।

Shimul Hossain
0
বাস্তুতন্ত্রের যে সকল সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাদেরকে উৎপাদক বলে। এরা সূর্যের আলো ব্যবহার করে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড (CO2) এবং মাটি থেকে পানি (H2O) সংগ্রহ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।

ছত্রাক এক ধরনের বিয়োজক– ব্যাখ্যা কর।
ছত্রাক এক ধরনের বিয়োজক। পরিবেশে কিছু অনুজীব রয়েছে। এদেরকে সমষ্টিগতভাবে বিয়োজক বলে। এরা পচনকারী নামেও পরিচিত। বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক যারা মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীর উপর ক্রিয়া করে। এসময় মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানারকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয় যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)