প্রশ্ন-১। যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করে তাকে কী বলে?
উত্তরঃ বল।
প্রশ্ন-২। ভরবেগের নিত্যতা সূত্রটি কী?
উত্তরঃ একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ভিন্ন অন্য বল কাজ না করলে আলাদাভাবে প্রতিটি বস্তুর ভরবেগের পরিবর্তন হলেও মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না।
প্রশ্ন-৩। ঘর্ষণ কাকে বলে?
উত্তরঃ দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির উপর দিয়ে অপরটি চলে বা চলতে চেষ্টা করে তখন যে বল একে অপরের গতিকে বাধা দেয় তাকে ঘর্ষণ বলে।
প্রশ্ন-৪। বলের ঘাত কাকে বলে?
উত্তরঃ কোনো বলের মান এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।
প্রশ্ন-৫। জড়তার ভ্রামক কাকে বলে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে ঐ সরলরেখার সাপেক্ষে ঐ বস্তুর জড়তার ভ্রামক বলে।
প্রশ্ন-৬। পরিবর্তনশীল বল কাকে বলে?
উত্তরঃ যে বলের মানের ও দিকের অথবা যেকোনো একটির পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল বল বলে। পরিবর্তনশীল বল স্থান ও কালের ওপর নির্ভর করে।
প্রশ্ন-৭। একক বল কাকে বলে?
উত্তরঃ একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে একক বল বলে।