অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচ তন্তু। এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোকরশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোকরশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুনঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোকরশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। মানবদেহের অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পর্যবেক্ষণের জন্য এবং টেলিকমিউনিকেশনের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
চিকিৎসকেরা মানবদেহের ভেতরের কোনো অংশ দেখার জন্য এরূপ আলোক নল ব্যবহার করেন। এ ছাড়া বর্তমানে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।
অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার কি কি কাজে ব্যবহার করা হয়?
November 24, 2020
0
Tags