ইলেকট্রোপ্লেটিং (Electroplating) কাকে বলে?

Shimul Hossain
0

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দেয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে। একটি সক্রিয় ধাতুকে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু দ্বারা ইলেকট্রোপ্লেটিং করা হয়। যেমন: লোহার তৈরি জিনিসের ওপর মরিচা পড়া রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং পদ্ধতির মাধ্যমে নিকেল বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেয়া হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)