প্রশ্ন-১। এম আর আই এর পূ্র্ণরূপ কি?
উত্তরঃ এম আর আই এর পূ্র্ণরূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।
প্রশ্ন-২। সমন্বিত বর্তনী কি?
উত্তরঃ সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমণ একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।
প্রশ্ন-৩। রেডিওথেরাপি কি?
উত্তরঃ রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজষ্ক্রিয়) বিকরণের ব্যবহার।
প্রশ্ন-৪। জীবপদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক স্থাপনে করে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাকে জীবপদার্থবিজ্ঞান বলে।
প্রশ্ন-৫। এক্স-রে কাকে বলে?
উত্তরঃ সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ক্ষুদ্র অর্থাৎ 10-10m এর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বক বিকিরণকে এক্স-রে বলে।
প্রশ্ন-৬। এমআরআই কাকে বলে?
উত্তরঃ নিউক্লিয় চৌম্বক অনুনাদ বা Nuclear Magnetic Resonance এর ভৌত ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে যে যন্ত্র কাজ করে তাকে এম আর আই বলে।
প্রশ্ন-৭। ETT এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ ETT এর পূর্ণরূপ হলো Exercise Tolerance Test।
প্রশ্ন-৮। আল্ট্রাসনোগ্রাফি কাকে বলে?
উত্তরঃ শরীরের অভ্যন্তরে নরম পেশি বা টিস্যুর সমস্যা নির্ণয়ে আল্ট্রাসাউন্ডকে কাজে লাগিয়ে যে পরীক্ষা করা হয়, তাকে আল্ট্রাসনোগ্রাফি বলে।