শরিয়ত কী? ব্যাখ্যা করো।
শরিয়ত হলো ইসলামি জীবনপদ্ধতি।
শরিয়ত আরবি শব্দ। এর অর্থ পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইনকানুন, বিধি-বিধান অর্থেও ব্যবহৃত হয়। ইসলামি আইন-কানুন বা বিধি-বিধানকে একত্রে শরিয়ত বলে। অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসুল (স) যেসব আদেশ-নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাই শরিয়ত।