মুনাজাত কাকে বলে? শরিয়ত কী? ব্যাখ্যা করো।

Shimul Hossain
0
আল্লাহর তায়ালার কাছে আবেদন-নিবেদন, কাকুতি-মিনতি করাকে মুনাজাত বলে। প্রত্যেক ফরজ সালাত শেষে মুনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময়।

শরিয়ত কী? ব্যাখ্যা করো।
শরিয়ত হলো ইসলামি জীবনপদ্ধতি।
শরিয়ত আরবি শব্দ। এর অর্থ পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইনকানুন, বিধি-বিধান অর্থেও ব্যবহৃত হয়। ইসলামি আইন-কানুন বা বিধি-বিধানকে একত্রে শরিয়ত বলে। অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসুল (স) যেসব আদেশ-নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাই শরিয়ত।

Post a Comment

0Comments
Post a Comment (0)