বংশগতি বস্তু কাকে বলে? DNA কী কী কাজ করে?

Shimul Hossain
0

যার মাধ্যমে মাতা-পিতার বৈশিষ্ট্য তাদের সন্তান-সন্ততিতে বাহিত হয় তাদেরকে একত্রে বংশগতি বস্তু (hereditary material) বলে। বংশগতি বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমােসােম। এ ক্রোমােসােমে রয়েছে DNA যেখানে জিনগুলাে সুসজ্জিত থাকে। জিনই হচ্ছে জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক যা পর্যায়ক্রমে বাহ্যিক চরিত্রসমূহ ফুটিয়ে তােলে।


DNA কী কী কাজ করে?

নিম্নলিখিত কাজগুলো DNA করে। যথা:
১. ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
২. বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।
৩. জীবের সকল বৈশিষ্ট্য ধারন করে এবং নিয়ন্ত্রণ করে।
৪. জীবের বৈশিষ্ট্যগুলি বংশপরম্পরায় সঞ্চারিত করে।
৫. জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
৬. জীবের সকল শরীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
৭. জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে।
৮. DNA এবং তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম।

Post a Comment

0Comments
Post a Comment (0)