VOIP হলো Voice Over Internet Protocol এর সংক্ষিপ্ত রূপ। VOIP প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে কথা বলা যায়। এর মাধ্যমে Voice ডাটাকে বা সিগন্যালকে IP প্যাকেটে রূপান্তর করে ইন্টারনেটের মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং গন্তব্যস্থলে আবার IP প্যাকেটে থেকে Voice সিগন্যালে রূপান্তর করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়। এ প্রযুক্তি ব্যবহার করে কথা বলা খুবই সাশ্রয়ী।