প্রশ্ন-১। যান্ত্রিক ত্রুটির একক কি?
উত্তরঃ যান্ত্রিক ত্রুটির একক মিটার।
প্রশ্ন-২। লঘিষ্ঠ গণনের এস.আই. একক কী?
উত্তরঃ লঘিষ্ঠ গণনের এস.আই. একক মিটার।
প্রশ্ন-৩। সিঙ্গুলারিটি ও স্পেসটাইমের জ্যামিতিক ধারণা কোন বিজ্ঞানী দেন?
উত্তরঃ স্টিফেন হকিং।
প্রশ্ন-৪। পরিমাপ কি?
উত্তরঃ কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। অন্যভাবে বলা যায়– কোন কিছুর মাপজোখের নাম পরিমাপ।
প্রশ্ন-৫। পরিমাপের একক কাকে বলে?
উত্তরঃ যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে, পরিমাপের একক বলে। যেমন: মিটার, ফুট, কিলোমিটার, গ্রাম, সেকেন্ড, পাউন্ড ইত্যাদি।
প্রশ্ন-৬। সূত্র কাকে বলে?
উত্তরঃ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত তত্ত্বকে উক্তির মাধ্যমে প্রকাশ করাকে সূত্র বলে।
প্রশ্ন-৭। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
উত্তরঃ কোনাে উত্তল বা অবতল পৃষ্ঠ যে গােলকের অংশবিশেষ তার ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে।
প্রশ্ন-৮। পিচ কাকে বলে?
উত্তরঃ স্ক্রু গজের স্ক্রুকে সম্পূর্ণরূপে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বলে।
প্রশ্ন-৯। লঘিষ্ঠ গণন কাকে বলে?
উত্তরঃ বৃত্তাকার স্কেলের একবার সম্পূর্ণ ঘূর্ণনে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে।
প্রশ্ন-১০। লম্বন ত্রুটি কাকে বলে?
উত্তরঃ পর্যবেক্ষকের দৃষ্টির দিকের পরিবর্তনের কারণে লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তনকে লম্বন বলে। তাই পর্যবেক্ষকের দৃষ্টির দিকের কারণে পরিমাপে যে ত্রুটি দেখা যায় তাকে লম্বন ত্রুটি বলে।
প্রশ্ন-১১। দৈব ত্রুটি বলতে কী বােঝ?
উত্তরঃ আমরা যখন কোনাে রাশি একাধিকবার পরিমাপ করি তখন প্রাপ্ত মান কখনাে প্রকৃত মান থেকে কম আবার কখনাে বেশি হতে পারে। এমন কি এ কম-বেশির পরিমাণও বিভিন্ন হতে পারে। পরিমাপের এ ধরনের ত্রুটিকে দৈব ত্রুটি বা এলােমেলাে ত্রুটি বলে।
প্রশ্ন-১২। ‘পিছট ত্রুটি’ বলতে কী বােঝ?
উত্তরঃ নাট-স্ক্রু নীতির ওপর ভিত্তি করে যে সব যন্ত্র তৈরি সে সব যন্ত্রে পিছট ত্রুটি দেখা দেয়। নতুন অবস্থায় এ ত্রুটি তেমন থাকে না। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে পড়ে ফলে স্ক্রুকে উভয় দিকে একই পরিমাণ ঘুরালে সরণ সমান হয় না। একে ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি বলে। পাঠ নেয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে পাঠ নিয়ে এ ত্রুটি দূর করা যায়।
প্রশ্ন-১৩। স্ফেরােমিটারে যান্ত্রিক ত্রুটি বােঝার উপায় ব্যাখ্যা করাে।
উত্তরঃ স্ফেরােমিটারকে যদি কোনাে সমতল পৃষ্ঠের ওপর স্থাপন করা হয়, তাহলে বৃত্তাকার স্কেলের পাঠ যদি শূন্য না হয় তাহলে বুঝতে হবে যন্ত্রটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। ক্ষয়জনিত কারণে এরূপ ত্রুটির উদ্ভব হয়।