স্থিতিস্থাপকতা কাকে বলে?

Shimul Hossain
0

স্থিতিস্থাপকতা (Elasticity) পদার্থ তথা বস্তুর একটি সাধারণ ধর্ম। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।
যে বস্তুর বাধা দেয়ার শক্তি যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। যেমন– লোহা ও রাবারের মধ্যে বাধা দেয়ার ক্ষমতা লোহার বেশি। তাই লোহা রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা।

Post a Comment

0Comments
Post a Comment (0)