সমান্তরাল ডাটা ট্রান্সমিশন কী?
উত্তর : প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডাটা চলাচল করলে তাকে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন বলে।
অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কী?
উত্তর : প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর বিট স্থানান্তর হলে তাকে অনুক্রম ডাটা ট্রান্সমিশন বলে।
বিট সিনক্রোনাইজেশন কী?
উত্তর : অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহূত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন।
অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড কী?
উত্তর : অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে (Asynchronous Transmission) ডাটা প্রেরক থেকে প্রাপকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। এ ধরনের ট্রান্সমিশনে প্রেরক যেকোনো সময় ডাটা প্রেরণ এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি Start Bit এবং শেষে একটি Stop Bit পাঠানো হয়।
সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড কী?
উত্তর : সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপকে ডাটা ব্লক আকারে স্থানান্তরিত হয়। প্রথমে প্রেরক স্টেশনের প্রাথমিক স্টোরেজে ডাটাগুলো সংরক্ষণ করে নেওয়া হয়। তারপর ডাটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয়। সাধারণত ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টার নিয়ে একেকটি ব্লক তৈরি হয়।
ডাটা ট্রান্সমিশন মোড কী?
উত্তর : উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড।
সিমপ্লেক্স মোড কী?
উত্তর : এই ডাটা ট্রান্সমিশন মোডে শুধু একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমন : কি-বোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ।
হাফ ডুপ্লেক্স মোড কী?
উত্তর : এই ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা উভয় দিকে প্রবাহিত হয়; কিন্তু একসঙ্গে নয়। যেমন—ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ।
ফুল ডুপ্লেক্স মোড কী?
উত্তর : এই ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়। এই মোডে একই সময়ে একসঙ্গে প্রেরক বা প্রাপক ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারে। যেমন—মোবাইল ফোন, টেলিফোন।
ডাটা কমিউনিকেশনের মাধ্যম কী?
উত্তর : ডাটা আদান-প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে সংযোগ স্থাপন দরকার। এ সংযোগকে চ্যানেল বা মাধ্যম বলে।
কো-এক্সিয়াল কেবল কী?
উত্তর : দুটি বিদ্যুত্ পরিবাহী তার ও অপরিবাহী পদার্থের সাহায্যে এ কেবল তৈরি করা হয়। ভেতরের পরিবাহী তারটি কপারওয়্যার, যার মধ্য দিয়ে ডাটা প্রবাহিত হয়। ভেতরের পরিবাহী ও বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য এগুলোর মাঝখানে অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইনস্যুলেশন ব্যবহার করা হয় এবং বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়।
টুইস্টেড পেয়ার কেবল কী?
উত্তর : টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মধ্যে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এ ধরনের কেবলে সাধারণত মোট ৪ জোড়া তার ব্যবহার করা হয়।
রেডিও ওয়েভ কী?
উত্তর : ১০ কিলোহার্টজ থেকে ১ গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ।
মাইক্রোওয়েভ কী?
উত্তর : মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা সেকেন্ডে প্রায় ১ গিগা বা তার চেয়ে বেশিবার কম্পনবিশিষ্ট।
ইনফ্রারেড কী?
উত্তর : যেসব তড়িত্ চৌম্বক বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের সীমা এক মাইক্রোমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত বিস্তৃত, তাদের বলা হয় ইনফ্রারেড ওয়েব বা অবলোহিত বিকিরণ রশ্মি।
হটস্পট কী?
উত্তর : হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক।
Bluetooth কী?
উত্তর : Bluetooth হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি, যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) সৃষ্টি করা যায়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
Wi-Fi কী?
উত্তর : Wi-Fi kõwU Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ। ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি, যা বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। এর মাধ্যমে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) তৈরি করা যায়।
WiMAX কী?
উত্তর : WiMAX-এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) তৈরি করা যায়।