ক্লাউড কম্পিউটিং অ্যাপলিকেশন

Shimul Hossain
0
ক্লাউড কম্পিউটিং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। গুগল এর বিভিন্ন প্রয়ােগ— যেমন জিমেইল, পিকাসা থেকে শুরু করে পৃথিবীর আবহাওয়া বা কোনাে দেশের আদমশুমারির মতাে বিশাল তথ্য ব্যবস্থাপনা, ব্যবসায়িক, বৈজ্ঞানিক ইত্যাদি নানান ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম। সর্বোপরি যােগাযােগ ক্ষেত্রে এটি চিকিৎসা ও মানবকল্যাণেও একটি অনন্য সঙ্গী। এক কথায় ক্লাউড কম্পিউটিং এনেছে অনন্য বিপ্লব।

জনপ্রিয় কিছু ক্লাউড কম্পিউটিং অ্যাপ্লিকেশন
  • Google Apps: গুগল অ্যাপস অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাউড অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট তৈরি করা, স্প্রেডশিড তৈরি, স্লাইড শো তৈরি, ক্যালেন্ডার মেইনটেনেন্স, পার্সোনাল ইমেইল ইত্যাদি সার্ভিস দিয়ে থাকে।
  • Evernote: বিভিন্ন প্রতিষ্ঠানের নােট সমূহ খুব সহজে কন্ট্রোল করা, ব্যবহার করা, যেকোনাে স্থানে সেই নােট সমূহ ব্যবহার করাতে Evernote খুবই উপকারি।
  • Quickbooks: এটি একটি একাউন্ট সার্ভিস। এর মাধ্যমে ক্যাশ নিয়ন্ত্রণ করা, বাজেট তৈরি, বিজনেস রিপাের্ট তৈরি করা যায়।
  • Toggl: এটি একটি জনপ্রিয় টাইম ট্র্যাকিং অ্যাল্লিকেশন। প্রােজেক্ট কন্ট্রোল এবং টাইমিং এর জন্য এটা ব্যবহার করা হয়।
  • Box.net: খুবই চমৎকার একটি সার্ভিস। এটা যেকোনাে ধরনের ডিভাইস দিয়ে কন্ট্রোল করা যায়। এতে রাখা যেকোনাে ফরমেটের ফাইল যেকোনাে স্থানে বসে দেখা যায় বা ব্যবহার করা যায়।
  • OneDrive: মাইক্রোসফট এর সার্ভিস। আগে এটি স্কাইডাইভ নামে পরিচিত ছিল। দরকারি একটি সার্ভিস। "ভার্চুয়াল হার্ডডিস্কও বলা যেতে পারে। এর মাধ্যমে যে কোন ধরনের ফাইল রাখা এবং তা পিসি থেকে কন্ট্রোল বা অন্যের সাথে খুব সহজে শেয়ার করা যায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)