ফন্ট ট্যাগ দুটি ওয়েবপেজের ডকুমেন্টের প্রাণ বলা হয়। কেননা এই ট্যাগ ব্যবহার করে font এর শৈল্পিক পরিচয় দেয়া যায়। এছাড়া HTML–দিয়ে ওয়েবপেজর তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে <font> ট্যাগ ব্যবহার করা হয়। <font> ট্যাগ এর অ্যাট্রিবিউট দিয়ে সচরাচর তিনটি কাজ করা হয়। যথা-
- ফন্ট ফেইস (Font Face)
- ফন্ট সাইজ (Font Size)
- ফন্ট কালার (Font Color)
<font size> - ওয়েব পেইজে ফন্ট সাইজ বিভিন্ন আকারে উপস্থাপন করার জন্য ফন্ট সাইজ ব্যবহার করা হয়। যেমন - <font size="10"> ।
<font color> - ওয়েব পেইজে ফন্টগুলােকে বিভিন্ন কালার আকারে উপস্থাপন করার জন্য ফন্ট কালার ব্যবহার করা হয়। যেমন <font color="red"> ।