‘খতমে নবুয়ত’ শব্দের অর্থ- নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি।
‘খতমে নবুয়তে’ বিশ্বাস করা জরুরি কেন?
প্রকৃত মুমিন ও মুসলিম হওয়ার জন্য খতমে নবুয়তে বিশ্বাস করা জরুরি। খতমে নবুয়তে বিশ্বাস ব্যতীত কোনো মানুষ মুমিন হতে পারবে না। মহানবি (স.)-এর পরে আর কোনো নবি বা রাসুল আসবেন না। আর এ বিষয়টি কুরআন ও হাদিসে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। এটি অবিশ্বাস করলে মূলত কুরআন ও হাদিসকেই অবিশ্বাস করা হয়। তাই খতমে নবুয়তে বিশ্বাস স্থাপন করা অবশ্য কর্তব্য।