কম্পিউটার ভাইরাস হল কম্পিউটারের এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারির অনুমতি বা ধারনা ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এবং ক্ষতিসাধন করতে পারে।
(১) কম্পিউটার চলতে চলতে হঠাৎ হ্যাং হয়ে কাজে বাঁধা সৃষ্টি করে। এ অবস্থায় কম্পিউটার পুনরায় চালু করতে হয় বিধায় সেভ না করা অনেক মূল্যবান তথ্য হারিয়ে যায়।
(২) ডিস্কে সেভ করা অতি মূল্যবান তথ্য হারিয়ে ফেলতে পারে।
(৩) গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত অনেক প্রােগ্রামের এক্সিকিউটেবল ফাইলকে আক্রান্ত করে করাপ্ট করে দিতে পারে। ফলে এ প্রােগ্রামটি আর রান করবে না।
(৪) প্রতিদ্বন্দ্বী বিরাট কোনাে কোম্পানির কম্পিউটারাইজড কর্পোরেট সিস্টেমে অনুপ্রবেশ করে গােপনীয় অনেক তথ্য পাচার করে কোম্পানীর বিরাট ক্ষতিসাধন করতে পারে।
(৫) কোনাে কোনাে ভাইরাস হার্ডডিস্ক ফরম্যাট করে গুরুত্বপূর্ণ সব প্রােগ্রাম ও তথ্য নষ্ট করে দিতে পারে।
(৬) ভাইরাস তার বংশবৃদ্ধির কার্যক্রম করতে গিয়ে কম্পিউটারের গতিকে ধীর করে দেয়।
(৭) হার্ডডিস্কের FAT (File Allocation Table) নষ্ট করে দিতে পারে। এতে করে ডস কোনাে ফাইলকেই নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাবে না।
(৮) কিছু ভাইরাস হার্ডডিস্কের বুট সেক্টর আক্রান্ত করে। আক্রান্ত হার্ডডিস্ক ফরম্যাট করা ছাড়া আর কোনাে উপায় থাকে না। ফরম্যাট করার ফলে অনেক মূল্যবান ফাইল/উপাত্ত হারাতে হয়।
(৯) কিছু কিছু ভাইরাস সিপিইউ এর রিড/রাইট ক্ষমতা নষ্ট করে দেয়।
(১০) হার্ডডিস্কে Bad Sector বাড়ায়।
(১১) কোনাে কোম্পানির ওয়েব পেইজের তথ্য বিকৃত করে ব্যবসায়িক উদ্দেশ্য বিফল করা ছাড়াও ভাবমূর্তি নষ্ট করে বিরাট ক্ষতিসাধন করতে পারে।
(১২) ডিস্কে বিভিন্ন নামে ফোল্ডার তৈরি করে। না বুঝে ডাবল ক্লিক করে এসব ফোল্ডারে ঢুকতে গেলে কম্পিউটারের সিস্টেমকে নষ্ট করে দিতে পারে।
(১৩) কম্পিউটারের সাথে কোনাে পেন ড্রাইভ সংযুক্ত করলে তাতে .ini ফাইল তৈরি করে।