১. যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি। তোমার এক ফোঁটা অশ্রুর কারণ হব আমি। তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে!! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায়!!!
২. যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না।
৩. আমি তো এখনো তোমায়
ভালোবাসি……. …..
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেই তো
আমি সুখী,
৪. নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না, স্বার্থের জন্যে আসে মনে নিয়ে আশা। স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।
৫. একটা সময় হারিয়ে যায়, অনেক সময়ের মাঝে…একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে…একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!! একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে।
৬. মন পাখি তুই বুঝলি নারে আমার মনের কথা। বোঝার মত হয়নিরে তোর ক্ষমতা। বুঝবি যখন থাকবো নারে যাবো অনেক দূরে। তখন পাখি কাঁদবিরে তুই চোখের পানি ফেলে।
৭. আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস…
আমায় নিয়ে কখনো করোনা উপহাস…
আমার জীবনটা হল, একটা দুঃখের ইতিহাস….
এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস।
৮. আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও, তাইতো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে, আমি চাই আমার ভালবাসার মানুষটি সুখে থাকুক যেইখানেই থাকুক। কারণ ভালোবাসা মানে সুখের নীড়, তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তাঁর বিনিময় যেন সেই সুখে, আর তাঁর সুখই আমার সুখ।
৯. অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা, নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা। কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও, মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?
১০. একটা সময় হারিয়ে যায়, অনেক সময়ের মাঝে…একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে…একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!! একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে।
১১. সুখে থাকো দুঃখে থাকো, খবর তো আর রাখ না। এখন তো আমায় তুমি ভালো আর বাসো না। যতো ভালোবাসা ছিলো দিয়ে ছিলাম তোমাকে। তবু তুমি কিছুতেই বুঝলেনা আমাকে।
১২. মেঘ ভেবে ছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি। আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি। হয়ত কালকে সবার মত তুইও ছেড়ে যাবি, মনে রাখিস হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি।।
১৩. চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে, আমার ঘরে আলো কখনো আসেনি!!
১৪. তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে, আজ আমি আমার থেকে মুক্তি দিলাম, স্বপ্ন নিয়ে যাস। অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা কাকে বলে? ক্লান্ত হলে ফিরে আসিস, আমার চেনা ঘরে। কখনো যদি চোখের পাতা, ভিজে যায় জ্বলে, বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে!!
১৫. তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে, আমি তখন দু’চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে। আকাশ দেখি, বৃষ্টি দেখি, দেখি আমার চোখের পানি, নিয়ে দুরের আকাশ পথে যাচ্ছে উড়ে মেঘের দল।
১৬. আজ যাকে দুর্বল পেয়ে
ঠকিয়ে গেলে!
এমন এক দিন আসতে পারে,
এর চেয়ে বেশি ঠকবে তুমি!
১৭. কাছে এসে
যতটা সুখ দিয়েছিলে
দূরে গিয়ে
তার চেয়ে বেশি কষ্ট দিলে।
১৮. তুমি যাকে ভালোবাসো সে যদি
মহা অন্যায়ও করে, আর তুমি
যদি তাকে ক্ষমা করতে না পারো
তবে তাকে ভালোবাসো কেন?
১৯. এক জীবনে সবাইতো আর সবকিছু পায় না
আমিও না হয় এই জীবনে না পাওয়ার দলে থাকলাম!!
কিন্তু কথা দিচ্ছি .... ওপারে তোমার হাত দুটো আমি ছাড়বো না.......
২০. আজ তুমি আমায় অবহেলা করছো,,,,,
বিরক্তবোধ করছো,,,,,,
আমার ভালোবাসাকে তুচ্ছ ভেবে দুরে ঠেলে দিচ্ছ কিন্তু একদিন আমার ভালোবাসাকে বুঝবে তখন চোখের জল ফেলবে ঠিক যেমন এখন আমি ফেলছি,,,
আমায় খুজবে আমার কাছে ফিরে আসতে চাইবে ,, কিন্তু পাবে না তখন অনেক দেরি হয়ে যাবে কারণ তখন আমি এই পৃথিবীতে থাকবো না,,,,,,
২১. একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়।
কিন্তু দুজনেই রাগ করলে সম্পর্ক নষ্ট হয়।
I MISS YOU....