ডেটা সিকিউরিটি (Data security) কাকে বলে? ডেটা সিকিউরিটির প্রয়োজনীয়তা।

Shimul Hossain
0
কম্পিউটারের ডেটাবেজ এবং ওয়েবসাইটের তথ্যসমূহকে হ্যাকার এবং অননুমোদিত ব্যবহারকারীদের অনাকাক্ষিত হস্তক্ষেপ থেকে রক্ষা করাকে ডেটা সিকিউরিটি (Data security) বলে।
ডেটা সিকিউরিটি ডেটা কপি বা নকল হতেও সুরক্ষা দিয়ে থাকে। সকল অনলাইন/অফলাইন প্রতিষ্ঠানের জন্য ডেটা সিকিউরিটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। ডেটা সিকিউরিটি বিষয়টি ইনফরমেশন সিকিউরিটি (আইএস) বা কম্পিউটার সিকিউরিটি নামেও পরিচিতি। ডেটাবেজ সিস্টেমে ডেটার নিরাপত্তা বেশ জরুরি। যেমন, ধরুন আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ/গোপন তথ্য অন্য কেউ জানুক বা প্রকাশ পায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)