যেসব যন্ত্র বা যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে ডেটা প্রবেশ করানো হয়, তাকে ইনপুট ডিভাইস (Input Device) বলে। যেমন– কি-বোর্ড (Keyboard), মাউস (Mouse), ডিজিটাল ক্যামেরা (Digital camera), স্ক্যানার (Scanner), ওসিআর (OCR), ওএমআর (OMR), ভিডিও ক্যামেরা (Video camera), লাইট পেন (Light pen), ওয়েবক্যাম (Webcam) ইত্যাদি ইনপুট ডিভাইসের উদাহরণ।