যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আদি কোষ বলে। আদি কোষ দ্বারা গঠিত জীবকে আদিকোষী জীব বলে।
আদি কোষের বৈশিষ্ট্য
আদি কোষের বৈশিষ্ট্যগুলো হলো— এদের গঠন অত্যন্ত সরল, ক্ষুদ্র। নিউক্লিয়াস সুস্পষ্ট, সুনির্দিষ্ট, ও সুগঠিত নয়। ক্রোমোসোমে ক্রোমাটিন দানা হিসেবে অবস্থিত। এদের প্লাস্টিড সুগঠিত নয়, থাইলাকয়েড নামক সরল অঙ্গাণু সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এদের কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে; মাকুযন্ত্র গঠিত হয় না।