একাদশ অধ্যায় : তথ্য ও উপাত্ত (গণিত), অষ্টম শ্রেণি

Shimul Hossain
0

প্রশ্ন-১। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?

উত্তরঃ ৩টি।


প্রশ্ন-২। পাইচিত্র কি?

উত্তরঃ বৃত্তলেখ।


প্রশ্ন-৩। আয়তলেখের উচ্চতা কি?

উত্তরঃ গণসংখ্যা।


প্রশ্ন-৪। একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত তা নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা যায়?

উত্তরঃ শ্রেণির গণসংখ্যা।


প্রশ্ন-৫। বৃত্তলেখের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

উত্তরঃ ৩৬০°


প্রশ্ন-৬। কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৮০, সর্বনিম্ন মান ৪০ এবং শ্রেণিব্যাপ্তি ৫ হলে, শ্রেণিসংখ্যা কত?

উত্তরঃ ৯।


প্রশ্ন-৭। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত ডিগ্রি?

উত্তরঃ 360°


প্রশ্ন-৮। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কী?

উত্তরঃ মধ্যক ও প্রচুরক।


প্রশ্ন-৯। উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করতে প্রথম ধাপ কোনটি?

উত্তরঃ পরিসর।


প্রশ্ন-১০। পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

উত্তরঃ ৩৬০°


প্রশ্ন-১১। পরিসংখ্যান কি?

উত্তরঃ পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা।


প্রশ্ন-১২। চলক কাকে বলে?

উত্তরঃ পরিসংখ্যানে উপাত্তসমূহের বৈশিষ্ট্যের পরিমাণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে চলক বলে।


প্রশ্ন-১৩। উপাত্তের পরিসরের সূত্র কোনটি?

উত্তরঃ (উপাত্তের সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান) + ১


প্রশ্ন-১৪। গণসংখ্যা সারণি তৈরি করার জন্য কয়টি ধাপ ব্যবহার করা হয়।

উত্তরঃ ৪।


প্রশ্ন-১৫। কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি?

উত্তরঃ প্রাথমিক।


প্রশ্ন-১৬। খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত?

উত্তরঃ মাধ্যমিক উপাত্ত।


প্রশ্ন-১৭। পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

উত্তরঃ Statistics


প্রশ্ন-১৮। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?

উত্তরঃ পরিসংখ্যানের উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জিভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।

Post a Comment

0Comments
Post a Comment (0)