বিন্যাস ও সমাবেশ হলো একটি সহজ ও দ্রুতগতির গণনা পদ্ধতি। কম্পিউটার প্রোগ্রামিংয়ে বিন্যাস ও সমাবেশের বিস্তর ব্যবহার রয়েছে। বিশেষ করে যোগাযোগ নেটওয়ার্ক (Communication Network) এবং সমান্তরাল-বিতরণ পদ্ধতিতে (Parallel-Distributed System) বিন্যাস ও সমাবেশের জ্ঞান গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ডিজাইন ও প্রতিস্থাপনে বিন্যাসের ধারণা ব্যবহৃত হয়। গবেষণার কাজে যেমন- জিন তত্ত্বে DNA এর অবকাঠামো বিশ্লেষণেও বিন্যাস সমাবেশ গুরুত্বপূর্ণ।
Pattern Analysis, Database and Data Mining, Job Scheduling, Artificial Intelligence-এ বিন্যাস ও সমাবেশের ব্যবহার রয়েছে।