লোক লোকান্তর কবিতার প্রশ্ন ও উত্তর

Shimul Hossain
0
প্রশ্ন-১। কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?
উত্তরঃ কবি আল মাহমুদের প্রকৃত নাম মির আবদুস শুকুর আল মাহমুদ।

প্রশ্ন-২। ‘লোক-লোকান্তর’ কবিতায় পাখি কীসের ডালে বসে আছে?
উত্তরঃ ‘লোক-লোকান্তর’ কবিতায় পাখি চন্দনের ডালে বসে আছে।

প্রশ্ন-৩। বনচারী বাতাসের তালে কী দোলে?
উত্তরঃ বনচারী বাতাসের তালে বন্য পানলতা দোলে।

প্রশ্ন-৪। ‘লোক-লোকান্তর’ কোন জাতীয় কবিতা?
উত্তরঃ ‘লোক-লোকান্তর’ আত্মপরিচয়মূলক কবিতা।

প্রশ্ন-৫। ‘গন্ধবণিক’ আল-মাহমুদের কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তরঃ ‘গন্ধবণিক’ আল-মাহমুদের ছোটগল্প গ্রন্থ।

প্রশ্ন-৬। ‘লোক-লোকান্তর’ কবিতায় পাখির পায়ের নখের রঙ কী?
উত্তরঃ ‘লোক-লোকান্তর’ কবিতায় পাখির পায়ের নখের রঙ তীব্র লাল।

প্রশ্ন-৭। চেতনা রূপ পাখিটি কোথায় বসে আছে?
উত্তরঃ চেতনা রূপ পাখিটি চন্দনের ডালে বসে আছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)