প্রশ্ন-১। ওজন মাপা হয় কী নিক্তি দিয়ে?
উত্তরঃ ওজন মাপা হয় স্প্রিং নিক্তি দিয়ে।
প্রশ্ন-২। ভর কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে ভর বলে।
প্রশ্ন-৩। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তরঃ অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
প্রশ্ন-৪। ভর কী?
উত্তরঃ কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ঐ বস্তুর ভর বলে।
প্রশ্ন-৬। অভিকর্ষ কী?
উত্তরঃ পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ বলে।
বুধ ও সূর্যের আকর্ষণকে কী বলে?
উত্তরঃ বুধ ও সূর্যের আকর্ষণকে মহাকর্ষ বলে।
পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম কোথায়?
উত্তরঃ মেরু অঞ্চলে।
নিউটনের মতে আপেল ও পৃথিবীর আকর্ষণ বল কীসের ওপর নির্ভর করে?
উত্তরঃ নিউটনের মতে আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল তাদের ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে। নিউটনের মতে ভর বৃদ্ধি পেলে বল বৃদ্ধি পাবে এবং দূরত্ব বৃদ্ধি পেলে ভর হ্রাস পাবে।