পঞ্চম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া, নবম-দশম শ্রেণির রসায়ন

Shimul Hossain
0
উভমুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ ও বিপরীত দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য তাপের শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন: আধা গ্লাস গরম পানিতে একটা বরফের টুকরা যোগ করলে বরফের টুকরাটি গরম পানি থেকে তাপ শোষণ করে ফলে পানি ঠান্ডা হয়। মূলত বরফের টুকরাটি তাপ শোষণ করে কঠিন থেকে তরলে (পানি) পরিণত হয়।

সমাণুকরণ বিক্রিয়া বলতে কী বোঝ?
উত্তরঃ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমাণু থেকে অপর সমাণু উৎপন্ন হলে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় একই অণুর মধ্যে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়, তাই এখানে ইলেকট্রনের স্থানান্তর হয় না।
অ্যামোনিয়াম সায়ানেট (NH4CNO) ও ইউরিয়া (NH2-CO-NH2) পরস্পরের সমাণু। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে তার সমাণু ইউরিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি একটি সমাণুকরণ বিক্রিয়ার উদাহরণ।

Post a Comment

0Comments
Post a Comment (0)