প্রশ্ন-১। দূরবীক্ষণ যন্ত্রের অপর নাম কি?
উত্তর : টেলিস্কোপ।
প্রশ্ন-২। বর্ণালী উৎপত্তির কারণ কী?
উত্তর : বর্ণালী উৎপত্তির কারণ আলোর বিচ্ছুরণ।
প্রশ্ন-৩। আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে?
উত্তর : স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন।
প্রশ্ন-৪। লেন্সের প্রথম পৃষ্ঠ কাকে বলে?
উত্তর : লেন্সের যে পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয় তাকে লেন্সের প্রথম পৃষ্ঠ বলে।
প্রশ্ন-৫। প্রতিসারক দূরবীন কাকে বলে?
উত্তর : যে দূরবীণের অভিলক্ষ্যে বড় উন্মেষ ও ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা হয় তাকে প্রতিসারক দূরবীণ বলে।
প্রশ্ন-৬। ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।
প্রশ্ন-৭। কী কাজে সরল মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়?
উত্তর : সাধারণত সূক্ষ্ম কারুকার্য, অতিক্ষুদ্র লেখা, হাতের ছাপ, অতিক্ষুদ্র যন্ত্রপাতি ইত্যাদি পর্যবেক্ষণের কাজে সরল মাইস্ক্রোস্কোপ ব্যবহার করা যায়।
প্রশ্ন-৮। প্রথম প্রধান ফোকাস কাকে বলে?
উত্তর : লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হলে বা যে বিন্দু অভিমুখে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর প্রধান আলোর সমান্তরাল নির্গত হয় তাকে প্রথম প্রধান ফোকাস বলে।
প্রশ্ন-৯। বায়ু ও কাচের সংকট কোণ 41° বলতে কী বােঝায়?
উত্তর : বায়ু ও কাচের সংকট কোণ 41° বলতে বােঝায় বায়ু ও কাচের বিভেদতলে কাচ থেকে 41° কোণে আপতিত রশি বিভেদতল ঘেঁষে প্রতিসরিত হবে। এই আপতন কোণের মান 41° এর বেশি হলে আলােকরশ্মির প্রতিসরণ না হয়ে প্রতিফলনের নিয়মে সম্পূর্ণরূপে কাচ মাধ্যমেই ফিরে আসবে।
প্রশ্ন-১০। সংকট কোণ কাকে বলে?
উত্তর : আলােকীয়ভাবে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলাের প্রতিসরণের বেলায় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ সর্বোচ্চ বা 90° হয় এবং প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায়, তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে।
প্রশ্ন-১১। প্রিজমের জ্যামিতিক গঠন
উত্তর : দুটি অসামন্তরাল প্রতিসারী সমতল পৃষ্ঠসহ পাঁচটি সমতল পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে প্রিজম বলে। পাঁচটি তলের মধ্যে তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার। প্রিজমের যে দুটি অসমান্তরাল তল দিয়ে আলােক রশ্মির প্রতিসরণ ঘটে তাদেরকে প্রতিসারক তল বলে এবং দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণকে প্রতিসারক কোণ বা সংক্ষেপে প্রিজম কোণ বলে। দুটি প্রতিসারক তল যে রেখায় পরস্পরের সাথে মিলিত হয় তাকে প্রিজমের ধার এবং এই ধারের বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে।
ষষ্ঠ অধ্যায় : জ্যামিতিক আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
November 24, 2020
0
Tags