পৃথিবীতে এমন অনেক মৌল আছে যাদের রাসায়নিক সংযুক্তি একই, কিন্তু তাদের কেলাস গঠন ভিন্ন, ফলে তাদের ভৌত ধর্মও ভিন্ন। এসব মৌলের ধর্মকে মৌলের বহুরূপতা বলে। যেমন- গ্রাফাইট ও ডায়মন্ড। যদিও দুটি পদার্থই কার্বন দ্বারা গঠিত, কিন্তু কেলাস গঠনের ভিন্নতার কারণে গ্রাফাইট নরম। আর ডায়মন্ড সবচেয়ে শক্ত খনিজ পদার্থ।
ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য কি?
ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো–
ধাতু
- ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী।
- ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়।
- ঘষলে ধাতু চকচক করে।
- অধাতুর তুলনায় ধাতু বেশি ভারী বলে মনে হয়।
- ধাতুকে পিটিয়ে পাত করা যায়।
অধাতু
- তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।
- অধাতুকে আঘাত করলে শব্দ হয় না।
- ঘষলে অধাতু চকচক করে না।
- অধাতু হালকা হয়।
- অধাতুকে পিটিয়ে পাত করা যায় না।