পটাশিয়াম ক্রোমেট প্রস্তুতি এবং এর ধর্ম, ব্যবহার

Shimul Hossain
0

প্রস্তুতি:

গাঢ় ক্রোমাইট খনিজকে (FeO.Cr₂O₃) অধিক পরিমান পটাশিয়াম কার্বনেট (K₂CO₃) ও অল্প চুনসহ অতিরিক্ত অক্সিজেন প্রবাহে ঘূর্ণায়মান চুল্লিতে তাপজারিত করলে পটাশিয়াম ক্রোমেট (K₂CrO₄) উৎপন্ন হয়। 
4(FeO.Cr₂O₃)+8K₂CO₃+7O₂ ---> 
8K₂CrO₄ + 2Fe₂O₃ +8CO₂
আবার, পটাশিয়াম ডাইক্রোমেটের (K₂Cr₂O₇) গাঢ় দ্রবণে কস্টিক পটাশ (KOH) এর দ্রবণ যোগ করে শীতল করলে হলুদ বর্ণের পটাশিয়াম ক্রোমেট এর কেলাস তৈরি হয়। 
K₂Cr₂O₇ +2KOH ------> 2K₂CrO₄ + H₂O


ধর্মঃ
১. বেরিয়াম ক্লোরাইড (BaCl₂) দ্রবণের মধ্যে পটাশিয়াম ক্রোমেট যোগ করলে কমলা হলুদ বর্ণের BaCrO₄ অধঃক্ষিপ্ত হয়।
Ba²+(aq) + CrO₄²-(aq) ------> BaCrO₄(s)
২. ক্রোমেটের দ্রবণে লেড অ্যাসিটেট দ্রবণ যোগ করলে লেড ক্রোমেটের গাঢ় হলুদ অধঃক্ষেপ উৎপন্ন হয়। 
Pb²+(aq) + CrO₄²-(aq) -----> PbCrO₄

ব্যবহারঃ
Ba²+ ; Ag+ ; Pb²+  শনাক্তকরণে বিকারক হিসাবে পটাশিয়াম ক্রোমেটের দ্রবণ ব্যবহার করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)