গবাদিপশুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা ও কিছু কিছু পচা গাছপালার সাহায্যে যে গ্যাস তৈরি করা যায় তাকে বায়োগ্যাস (Biogas) বলে।
বায়োগ্যাসের ব্যবহার
বায়োগ্যাসের ব্যবহার নিচে দেওয়া হলো–
- বায়োগ্যাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়।
- বায়োগ্যাসকে জ্বালানি কাজে ব্যবহার করা হয়।
- বায়োগ্যাস প্লান্টের অবশিষ্ট অংশ জৈবিক সার হিসেবে জমিতে ব্যবহার করা হয়।