যে সকল শব্দ দ্বারা কোনাে ব্যক্তি, বস্তু বা প্রাণির সংখ্যা বুঝায়, তাদেরকে বচন বলে। যেমনঃ একটি পাখি, অনেকগুলাে পাখি ইত্যাদি।
বচন এর প্রকারভেদ
বচন দুই প্রকার। যথাঃ (ক) একবচন ও (খ) বহুবচন।
ক. একবচন : যে সকল শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাদেরকে একবচন বলে। যেমন– কলমটি, বইটি, আমটি, আমি, তুমি ইত্যাদি।
খ. বহুবচন : যে সকল শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝায়, তাদেরকে বহুবচন বলে। যেমন– বইগুলাে, কলমগুলাে, আমরা, তারা ইত্যাদি।
মনে রাখবেঃ
* শব্দের আগে এক থাকলে একবচন হয়।
* শব্দের পরে টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি থাকলে একবচন হয়।
এখানে যা শিখলাম–
বচন কাকে বলে?; বচন কত প্রকার ও কি কি?; একবচন কাকে বলে?; বহুবচন কাকে বলে?;
বচন কাকে বলে? বচন কত প্রকার ও কি কি?
February 07, 2021
0
Tags