যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
বলের একক নিউটন (N)। যে পরিমাণ বল 1kg ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1ms−2 ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে 1 নিউটন (1N) বলে।
অতএব, 1N = 1 kg × 1 ms−2 = 1kgms−2
বলের বৈশিষ্ট্য
সাধারণ অভিজ্ঞতা থেকে বলের চারটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. বলের দিক আছে।
যেহেতু টানা বা ঠেলার মান ও দিক উভয়ই আছে, তাই বল একটি ভেক্টর রাশি। বলের দিক টানা বা ঠেলার দিকে হয়।
২. বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।
যদি A বস্তু B বস্তুর ওপর একটি বল প্রয়োগ করে, তাহলে B বস্তুও A বস্তুর ওপর একটি বল প্রয়োগ করবে।
যখন কোনো ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা হয়, তখন ব্যাটটি বলের ওপর একটি বল প্রয়োগ করে, অপরদিকে বলটিও ব্যাটের ওপর একটি বল প্রয়োগ করে।
৩. কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে।
যখন কেউ ফুটবলকে কিক্ করে, তখন তার পা ফুটবলটির সংস্পর্শে থাকা অবস্থায় তার উপর বল প্রয়োগ করে তার বেগের পরিবর্তন ঘটায়।
৪. বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে।
আমরা যখন কোনো রাবারের টুকরা বা স্প্রিং-এর দুই প্রান্ত ধরে টান দেই অর্থাৎ বল প্রয়োগ করি, তখন তা বিকৃত হয়।
অতএব, 1N = 1 kg × 1 ms−2 = 1kgms−2
বলের বৈশিষ্ট্য
সাধারণ অভিজ্ঞতা থেকে বলের চারটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. বলের দিক আছে।
যেহেতু টানা বা ঠেলার মান ও দিক উভয়ই আছে, তাই বল একটি ভেক্টর রাশি। বলের দিক টানা বা ঠেলার দিকে হয়।
২. বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।
যদি A বস্তু B বস্তুর ওপর একটি বল প্রয়োগ করে, তাহলে B বস্তুও A বস্তুর ওপর একটি বল প্রয়োগ করবে।
যখন কোনো ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা হয়, তখন ব্যাটটি বলের ওপর একটি বল প্রয়োগ করে, অপরদিকে বলটিও ব্যাটের ওপর একটি বল প্রয়োগ করে।
৩. কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে।
যখন কেউ ফুটবলকে কিক্ করে, তখন তার পা ফুটবলটির সংস্পর্শে থাকা অবস্থায় তার উপর বল প্রয়োগ করে তার বেগের পরিবর্তন ঘটায়।
৪. বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে।
আমরা যখন কোনো রাবারের টুকরা বা স্প্রিং-এর দুই প্রান্ত ধরে টান দেই অর্থাৎ বল প্রয়োগ করি, তখন তা বিকৃত হয়।
এখানে যা শিখলাম–
বল কাকে বলে?; বলের একক কি?; বলের এককের সংজ্ঞা কি?; এক নিউটন কাকে বলে?; বলের বৈশিষ্ট্যগুলো কী কী?;