যে সব প্রাণী সাধারণত মাতৃপ্রাণীর স্তন্যদুগ্ধ পান করে জীবনধারণকারী তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। এরা কর্ডাটা পর্বের অন্তর্গত ম্যামালিয়া শ্রেণীর অধীনে উন্নত গঠনের মেরুদণ্ডী প্রাণী। ১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস স্তন্যপায়ী বলতে ম্যামাল শব্দটি প্রথম ব্যবহার করেন।
স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য
স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো–
- এদের দেহ লোমে আবৃত থাকে।
- পরিণত স্ত্রী প্রাণীরা সন্তান প্রসব করে।
- এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী।
- এদের শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়।
- এদের হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
- এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।