সিটি স্ক্যান (CT Scan) ও ইসিজি (ECG) বলতে কী বোঝায়?

Shimul Hossain
0

সিটি স্ক্যান (CT Scan)

সিটি স্ক্যান (CT Scan) হলো Computed Tomography Scan-এর সংক্ষিপ্ত রূপ। CT Scan এর মাধ্যমে শরীরের কোন একটি অর্গানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে রেডিয়েশন প্রবাহিত করে বিভিন্ন ধরনের রোগ সনাক্ত করা যায়। মস্তিষ্ক, ফুসফুস, যকৃৎ, বৃক্কসহ শরীরের অন্যান্য অঙ্গে CT Scan করা হয়। CT Scan-এর মাধ্যমে টিউমার, সিস্ট, স্ট্রোক রোগ সনাক্ত করা যায়।


ইসিজি (ECG)

ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম (Electrocardiogram) শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি এমন একটি রোগ নির্ণয় পদ্ধতি যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডে বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়।
ব্যবহার : সাধারণত কোনো রোগের বাহ্যিক লক্ষণ যেমন- বুকের ধড়পড়ানি, অনিয়মিত ও দ্রুত হৃদস্পন্দন, বুকে ব্যাথা ইত্যাদির কারণ নির্ণয় করার জন্য ইসিজি পরীক্ষা করতে হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)