এক্সরে (X-ray) কাকে বলে? এক্সরে কী কী কাজে ব্যবহার করা হয়?

Shimul Hossain
0
দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির যে তাড়িতচৌম্বক বিকিরণ উৎপন্ন হয় তাকে এক্সরে (X-ray) বলে।

এক্সরে কী কী কাজে ব্যবহার করা হয়?
এক্সরে বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। এগুলো হলো ফুসফুসের রোগ যেমন– নিউমোনিয়া ও যক্ষ্মা শনাক্তকরণ; পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণ; অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্তকরণ; দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষত নির্ণয়; স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল ও ভেঙে যাওয়া হাড় শনাক্তকরণ। এছাড়াও এক্সরে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে।

Post a Comment

0Comments
Post a Comment (0)