পেসমেকার হলো একটি ব্যাটারিচালিত ছোট যন্ত্র। প্রায় দেড় ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি চওড়া আর মাত্র এক থেকে দুই মিলিমিটার পুরু। পেসমেকার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন তথা হৃদস্পন্দনের ধীর গতিকে ত্বরান্বিত করে স্বাভাবিক পর্যায়ে রাখে। এটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তির বুকের ভেতর নিচে লাগিয়ে দেয়া হয়।