প্রশ্ন-১. গলন কাকে বলে?
উত্তর : তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ ধীরে ধীরে গলে তরলে পরিণত হওয়ার পদ্ধতিকে গলন বলে।
প্রশ্ন-২. ম্যাগমা কাকে বলে?
উত্তর : আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত হওয়ার পূর্বে আগ্নেয়গিরির গহ্বরে সঞ্চিত গলিত পদার্থেকে ম্যাগমা বলে। ম্যাগমা ভূ-অভ্যন্তরে জমা হয়।
প্রশ্ন-৩. শিলা কী?
উত্তর : ভূ-ত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তার সাধারণ নাম শিলা।
প্রশ্ন-৪. ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর ওপর অন্য ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।
প্রশ্ন-৫. গ্যালভানাইজেশন (Galvanization) কাকে বলে?
উত্তর : লোহার তৈরি দ্রব্য সামগ্রীর ওপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন (Galvanization) বলে।
প্রশ্ন-৬. কার্বন চক্র (Carbon cycle) কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ায় জীব ও পরিবেশের মধ্যে কার্বন ডাই-অক্সাইডের আদান-প্রদানের মাধ্যমে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে তাকে কার্বন চক্র (Carbon cycle) বলে।
প্রশ্ন-৭. রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা কি?
উত্তর : যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়।
প্রশ্ন-৮. ভৌত পরিবর্তন কাকে বলে?
উত্তর : যেই পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোন পরিবর্তন হয় না শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে।
প্রশ্ন-৯. গলন ও স্ফুটন কী ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।
উত্তর : গলন ও স্ফুটন উভয়ই ভৌত পরিবর্তন। কারণ, উভয়ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার-আকৃতির পরিবর্তন হয় কিন্তু কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না।
প্রশ্ন-১০. রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী কী?
উত্তর : ১। রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে।
২। রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন।
৩। এ শিলা অত্যধিক কঠিন বলে সহজে ক্ষয় হয় না।
প্রশ্ন-১১. স্টেইনলেস স্টিলের তৈরি জিনিসে মরিচা পড়ে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর : লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়। এতে লোহা থাকলেও এর ধর্ম বিশুদ্ধ লোহা থেকে আলাদা বলে এটি অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করতে পারে না। তাই স্টেইনলেস স্টিলের তৈরি জিনিসে মরিচা পড়ে না।
অধ্যায়-১১ : পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, সপ্তম শ্রেণির বিজ্ঞান
February 24, 2021
0
Tags