সিলোম হচ্ছে প্রাণীদেহের দেহ প্রাচীরের সবচেয়ে ভেতরের আবরণী এবং পৌষ্টিকনালি ও অন্যান্য অঙ্গের (যকৃত, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি) সবচেয়ে বাহিরের আবরণীর মধ্যবর্তী তরলে পূর্ণ গহ্বর। সিলোমের প্রকৃতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটি দলে ভাগ করা যায় যথা- সিলোমবিহীন প্রাণিদল, অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণিদল এবং প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণিদল।