ইউপিএস (UPS) কি? ইউপিএস কত প্রকার ও কি কি?

Shimul Hossain
0

ইউপিএস এর পূর্ণ অর্থ হচ্ছে ‘আনইন্টেরাপটেড পাওয়ার সাপ্লাই। এটি একটি বিদ্যুৎ সমন্বয়কারী যন্ত্র। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এ যন্ত্র এক থেকে দুই মিলিসেকেন্ডের ভেতর তার মধ্যে সঞ্চিত বিদ্যুৎকে কম্পিউটারে সরবরাহ করতে পারে। একটি ইউপিএস পাঁচ হতে ত্রিশ মিনিট অথবা তারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করার ক্ষমতা রাখে। সুতরাং বিদ্যুৎ বিভ্রান্তি এড়িয়ে নিশ্চিত কাজ করার জন্য এ যন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন ইউপিএস স্ট্যাবিলাইজারের কাজও করে থাকে।

ইউপিএস (UPS) এর প্রকারভেদ
ইউপিএস (UPS) সাধারণত তিন প্রকার। যথা–
১। অনলাইন ইউপিএস (On-line UPS)
২। লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস (Line-interactive UPS)।
৩। অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস (Offline/Standby UPS)

অনলাইন ইউপিএস (On-line UPS)
অনলাইন ইউপিএস (On-line UPS)-এ ডাবল কনভার্সন (Double Conversion) পদ্ধতি ব্যবহার করা হয়। এটি প্রথমে এসি ভােল্টেজ (AC voltage) কে ডিসি ভােল্টেজ (DC voltage)-এ রূপান্তর করে। তারপর, ইনভার্টিং (Inverting) করে আবার ডিসি ভােল্টেজ (DC voltage)-কে এসি ভােল্টেজ (AC voltage)-এ রূপান্তর করে। সাধারণত অনলাইন ইউপিএস (On-line UPS) ৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস (Line-interactive UPS)
লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস (Line-interactive UPS) লাইনের ইনভার্টার (Inverter)-কে মেইনটেইন (Maintain) বা রক্ষণাবেক্ষণ করে এবং নরমাল চার্জিং মােড (normal charging mode) থেকে কারেন্ট পাথ (current path) রিডিরেক্ট (Redirect) করে।

অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস (Offline/Standby UPS)
অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস (Offline/Standby UPS) পদ্ধতিতে মূল সিস্টেম (Main System)-এ লােড (Load) সরাসরি ইনপুট পাওয়ার (Input Power)-এর সাথে সংযুক্ত থাকে। যখন মেইন পাওয়ার সাপাই (Main Power Supply) সংযােগ দিতে ব্যর্থ হয়, তখন এটি পাওয়ার ব্যাকআপ (Power Back-Up) দেয়।

ইউপিএস এর স্থায়িত্ব বৃদ্ধির উপায়
ইউপিএস হতে পরিপূর্ণ সেবা পেতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে। অনেক ব্যবহারকারীই কম্পিউটারে কাজ করার পর যখন কম্পিউটারটি বন্ধ করে দেয় তখন পাশাপাশি ইউপিএস-টিকেও বিদ্যুতের সংযােগ লাইন হতে খুলে রাখে। এটি মােটেও করা উচিত নয়। যেহেতু ইউপিএস প্রধান বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎকে নিজ ব্যাটারিতে জমা রাখে সেহেতু যদি মূল সংযােগ লাইন থেকে এটিকে খুলে রাখা হয় তবে ইউপিএস এ সঠিকভাবে চার্জ হয় না। তাই এটি বিদ্যুৎ সঞ্চয় করতে পারে না ফলে যখন বিদ্যুৎ চলে যায় তখন সেটি সঠিকভাবে ও দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। এজন্য কম্পিউটার বন্ধ করার পর চাইলে ইউপিএস এর অন করার বাটনটি অফ করা যেতে পারে কিন্তু মূল বিদ্যুৎ লাইনের সুইচটি অফ করা যাবে না। এতে সব সময় ইউপিএসটি পূর্ণ চার্জে থাকবে এবং দীর্ঘদিন তার সেবা উত্তমরূপে দিতে সক্ষম হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)